সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত করোনায় আক্রান্ত হয়েছেন । কয়েকদিন ধরে শারীরিকভাবে অসুস্থ বোধ করায় রোববার তার করোনা পরীক্ষা করা হয় । পরীক্ষার ফল পজিটিভ আসে ।
সেই সঙ্গে তার বড় ছেলে শাহেদ মুহিতও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে ।
বিষয়টি নিশ্চিত করেছেন আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই এ এস এ মুয়িয সুজন । তিনি পরিবারের পক্ষ থেকে সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন ।