পূর্বধলায় এমপি বেলালের এপিএস রুপা গ্রেফতার

0
2


নেত্রকোনার পূর্বধলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে সাবেক এমপি ওয়ারেসাত হোসেন বেলালের ব্যক্তিগত সহকারী (এপিএস) মাহাবুবুর রহমান রুপাকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (৩০ এপ্রিল) দিনগত রাতে তাকে নিজ বাড়ি পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের কাজলা গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাহাবুবুর রহমান রুপা ওই গ্রামের মৃত শামসুদ্দিন তালুকদারের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, গ্রেফতার রুপা বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সন্দেহভাজন আসামি। নিয়মিত অভিযানে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এইচ এম কামাল/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।