কর্মী সংকটের কারণে মার্চের পর থেকেই ধীরগতি দেখা দিয়েছে ব্রিটিশ অর্থনীতিতে

0
9

দুর্বল ভোক্তা চাহিদা এবং কভিডজনিত কঁচামাল ও কর্মী সঙ্কট নিয়ে লড়াই করছে ব্রিটিশ ব্যবসায়ীরা । সোমবার এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে রয়টার্স । আইএইচএস মার্কিট জানায় , করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কয়েক হাজার কর্মীকে আইসোলেশন থাকতে হয়েছে । কর্মী সংকটের কারণে মার্চের পর থেকেই ধীরগতি দেখা দিয়েছে ব্রিটিশ অর্থনীতিতে ।

২১ জুলাই পর্যন্ত ১০ দিনব্যাপী পরিচালিত জরিপ অনুযায়ী , অর্থনীতি এখনো প্রসারিত হচ্ছে । দেশটির উৎপাদন ও পরিষেবা খাতে মন্দা দেখা দেয়ায় আইএইচএস মার্কিট ও পিএমআই সূচক ৬২ দশমিক ২ শতাংশ থেকে জুলাইয়ে ৫৭ দশমিক ৭ শতাংশ পয়েন্টে নেমেছে ।

বিভিন্ন সংকটের কারণে ব্যবসায়ের ব্যয়ও বেড়ে গেছে । পিএমআই জরিপের ২৩ বছরের ইতিহাসে ব্যবসায়ের জন্য গড় ব্যয় সবচেয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে ।