অসামাজিক কার্যকলাপের অভিযোগে উত্তরায় হোটেলে পুলিশের অভিযান

0
1


অসামাজিক কার্যকলাপের অভিযোগে রাজধানীর উত্তরায় অবস্থিত হোটেল গ্র্যান্ড ইন-এ অভিযান চালাচ্ছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বৃহস্পতিবার (১ মে) রাত ১০টার পর এ অভিযান শুরু হয়।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিক জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, হোটেল গ্র্যান্ড ইন-এ অসামাজিক কার্যকলাপ চলছে। এরপর রাত ১০টার দিকে অভিযান পরিচালনা করি। অভিযানে এসব অভিযোগের সত্যতা মেলে।

আরও পড়ুন

তিনি বলেন, হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তবে অভিযান এখনো চলমান। অভিযান শেষে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।

রাজধানীর বিভিন্ন হোটেল ও গেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপের অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠে আসছে। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

টিটি/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।