দেশে ফিরেছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। আজ বিকেলে একটি চার্টার্ড বিমানে ভারত থেকে দেশে ফিরেছেন।
আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় ভারতে আটকে ছিলেন বাংলাদেশের এই দুই ক্রিকেটার। আহমেদাবাদে হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন কলকাতা নাইট রাইডার্সের সাকিব। আজ দেশে ফিরে সরকারের নিয়ম মোতাবেক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন সাকিব এবং মোস্তাফিজ।
সোনারগাঁ হোটেলের কোয়ারেন্টাইন প্রক্রিয়ায় থাকবেন তারা। আইপিএলের এইবারের আসরে বাংলাদেশ থেকে অংশ নেন এই দুই ক্রিকেটার। সাকিব খেলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আর রাজস্থান রয়্যালসে খেলেন মোস্তাফিজুর রহমান।