একটি বা দুইটি নয় , একসঙ্গে নয়টি সন্তানের জন্ম দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন পশ্চিম আফ্রিকার দেশ মালির এক নারী । মালির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে । গর্ভাবস্থায়ই আলোচনায় উঠে আসে ২৫ বছর বয়সী মালির হালিমা সিসে । দেশটির নেতারাও বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন । গত মার্চে যখন চিকিৎসকরা জানান হালিমার বিশেষ যত্নের প্রয়োজন , তখন দেশটির পরিবর্তনকামী নেতা বাহ এনদাও তাকে মরক্কো পাঠানোর নির্দেশ দেন ।
অবশেষে মঙ্গলবার মরক্কোতে তিনি সিজারের মাধ্যমে পাঁচ কন্যা ও চার ছেলে সন্তানের জন্ম দেন ।