লেক থেকে কিশোরের মরদেহ উদ্ধার, ৬ বন্ধু পুলিশের হেফাজতে

0
4


চাঁদপুর শহরের অঙ্গীকার লেক থেকে আল আমিন প্রধানীয়া তুহিন (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার হয়েছে।

শনিবার (১২ জুলাই) রাতে লেক থেকে নিহতের বন্ধুরাই তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

এদিকে পরিবারের দাবি, পরিকল্পিতভাবে তুহিনকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তুহিনের ৬ বন্ধুকে হেফাজতে নিয়েছে।

নিহত তুহিন শহরের মমিনপাড়া এলাকার রমজান আলীর ছেলে। সে সম্প্রতি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়।

তুহিনের বাবা রমজান আলী বলেন, আমার ছেলে তুহিন বন্ধুদের সঙ্গে ছিল। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লেকে ফেলে দিয়েছে। তদন্ত সাপেক্ষে এই খুনের বিচার দাবি করছি।

চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত জানান, আটক বন্ধুরা পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলছে ৫০০ টাকা বাজিতে লেকে সাঁতার কাটা প্রতিযোগিতায় অংশ নেয় তারা। পরে পানিতে তলিয়ে যায় তুহিন। ময়নাতদন্তের পর এটি হত্যা না কি স্বাভাবিক মৃত্যু তা জানা যাবে। এ ঘটনায় আটক ছয় বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে।

শরীফুল ইসলাম/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।