মৃত্যুর গুজব শুনে অভিনেতা বললেন, ‘আমি জীবিত’

0
1


‘ফ্যামিলি ম্যান সিজন ৩’ খ্যাত অভিনেতা রোহিত বাসফোরের ‘রহস্যজনক মৃত্যু’র গুজবে আজ (২৯ এপ্রিল) সকাল থেকেই সোশ্যাল মিডিয়া তোলপাড়। তার ভক্ত-অনুরাগীরা এমন সংবাদ জেনে গভীর শোক প্রকাশ করেছেন। বিষয়টি জেনে অভিনতো সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে বললেন, ‘আমি জীবিত, মৃত নই।’

অভিনেতা আরও জানিয়েছেন, আসলে তিনি তো সম্পূর্ণ সুস্থ রয়েছেন। পুরো ঘটনাই নাম বিভ্রাটের কারণে হয়েছে। রোহিত বাসফোর নামের এক ব্যক্তির অসমের জঙ্গলে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে রহস্য মৃত্যু হয়েছে। ইনস্টা হ্যান্ডেলে ভিডিওবার্তায় রোহিত আরও বলেছেন, ‘কীভাবে এই ভুল তথ্য ছড়িয়েছে।’

পাশাপাশি তিনি একটি ভিডিও প্রকাশ করে করে জানিয়েছেন, প্রত্যেকের কাছেই তার নিজের পরিচয়টা ভীষণ প্রিয়। পরিচয় নিয়েই প্রত্যেকে বেঁচে থাকেন। প্রতিটি মানুষ নিজের পরিচয়কে মন থেকে ভালোবাসেন। তাই কারও সঙ্গে যখন নাম বিভ্রাটের ঘটনা ঘটে সেটা অত্যন্ত দুঃখের। একজনের পরিচয় যদি অন্যের নামের সঙ্গে জুড়ে দেওয়া হয় তাহলে শুধু সেই মানুষটারই নয়, তার সঙ্গে যুক্ত প্রত্যেকের মনে আঘাত লাগে। যিনি মারা গিয়েছেন তার প্রতি শোকজ্ঞাপন করেছেন।

আরও পড়ুন:

সেই সঙ্গে অভিনেতা আরও বলেছেন, ‘আজ যা হয়েছে খুব খারাপ হয়েছে। আমি ঠিক আছি। আর একদম সুস্থ আছি।’ বন্ধুদের থেকে বিষয়টা জানতে পেরেছেন। আজ সকাল থেকেই বিভিন্ন সংবাদমাধ্যমে তার মৃত্যুর খবর দেখে চমকে গিয়েছেন রোহিতের বন্ধুরা। সঙ্গে সঙ্গে বন্ধুরা রোহিতকে ফোন করেছেন। তাদের মুখ থেকে শুনে অবাক হয়েছেন।

এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।