হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রীদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করেছে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: বিজ্ঞপ্তি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রীদের জন্য একটি বিশেষ স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। ইউনাইটেড হেলথকেয়ারের অন্যতম প্রতিষ্ঠান মাদানী এভিনিউর ১০০ ফিটে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে চালু হওয়া এই স্বাস্থ্যকেন্দ্র থেকে দেশ ছাড়ার আগে হজযাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করতে পারবেন।
সোমবার (২৮ এপ্রিল) প্রথম হজ ফ্লাইট থেকে শুরু করে শেষ ফ্লাইট পর্যন্ত, দিনরাত ২৪ ঘণ্টা খোলা থাকবে এই বিশেষ স্বাস্থ্যকেন্দ্র। এখান থেকে যেকোনো সময় প্রয়োজনীয় সেবা ও ওষুধ গ্রহণ করা যাবে। ফ্লাইটে ওঠার আগে নিজের শরীরের অবস্থা একবার পরীক্ষা করে নেওয়ার সুবিধাও থাকবে এখানে। শেষ মুহূর্তের কোনো প্রয়োজন মেটাতেও এটি বড় সহায়ক হবে।
ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবাকে আরও সহজ করতে ও মানসম্মত চিকিৎসা সেবা মানুষের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার অংশ হিসেবেই এই উদ্যোগ নিয়েছে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল।
এমএমএআর/জিকেএস