ঢাকায় বাসের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু

0
1


রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় দ্রুতগামী একটি বাসের ধাক্কায় মো. দুলাল মিয়া (৪০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এস আই) রফিকুল ইসলাম বলেন, যাত্রাবাড়ীতে অন্যদিক থেকে আসা নাগরিক পরিবহনের বাসের ধাক্কায় দুলাল নামের এক অটোরিকশা চালক ঘটনাস্থলেই মারা যান। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুলাল কিশোরগঞ্জ জেলার নিকলী থানার সরকার গ্রামের প্রয়াত রুস্তম আলীর সন্তান। তিনি যাত্রাবাড়ীর শনিরআখড়ার কচিকণ্ঠ স্কুল রোড এলাকায় থাকতেন। এই ঘটনায় বাস ও চালক আটকের চেষ্টা চলছে।

কাজী আল আমিন/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।