ময়মনসিংহে তিন অবৈধ ইটভাটায় অভিযান, ১৮ লাখ টাকা জরিমানা

0
1


ময়মনসিংহের হালুয়াঘাটে অবৈধ তিন ইটভাটায় অভিযান চালিয়ে ১৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ইটভাটাগুলো আংশিক ভেঙে দিয়ে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন। এসময় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের পরিদর্শক মাহবুবুল ইসলাম, মো. রুকন মিয়া, ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন।

তিনি বলেন, নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে চলছিল মেসার্স সোনালী জিগজাগ, মেসার্স আর এ এইচ ব্রিকস ও মেসার্স এস বি এম ব্রিক্স নামের তিন ইটভাটা। বিকেলে অভিযান চালিয়ে প্রত্যেক ইটভাটার মালিককে ৬ লাখ টাকা করে মোট ১৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে ইটভাটাগুলো আংশিক ভেঙে দিয়ে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নাজিয়া উদ্দিন আরও বলেন, উপজেলার অন্য ইটভাটাগুলোতেও অভিযান চালানো হবে। অবৈধভাবে গড়ে ওঠা ইটভাগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমডিকেএম/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।