কাতার সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বুধবার (২৩ এপ্রিল) দেশটির রাজধানী দোহায় একটি ফায়ারসাইড চ্যাটে অংশ নিয়েছেন।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ‘রূপান্তরশীল বিশ্বে যুব নেতৃত্ব শক্তিশালীকরণ: অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত আলাপচারিতা’ শীর্ষক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্স এবং জর্জটাউন ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র হানা এলশেহাবি।
অনুষ্ঠানটি সামিট ভিলেজ, বারাহাত মশিরিব, মশিরিব ডাউনটাউন, দোহায় অনুষ্ঠিত হয়।
এমইউ/এএমএ
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।