বাসার ছাদ থেকে পড়ে জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীর মৃত্যু

0
0


রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাসার ছাদ থেকে নিচে পড়ে সিয়াম আজম নামে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) এক শিক্ষার্থী মারা গেছেন।

বুধবার (২৩ এপ্রিল) রাত ৮টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকের একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে সিয়াম পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানান ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম।

ওসি বলেন, বসুন্ধরা এলাকার পাঁচতলা একটি আবাসিক ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান ওই শিক্ষার্থী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা গেছেন৷। মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে বলেও জানান ওসি মাজহারুল ইসলাম।

নিহত সিয়াম আজম দিনাজপুর জেলার বাসিন্দা। তিনি বসুন্ধরা এলাকার ওই বাসায় ভাড়া থাকতেন৷ তার বাবা মোন্নাফ মুকুল দিনাজপুর জেলা যুবদলের সাবেক সভাপতি।

সিয়াম জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেন বলে জানিয়েছেন তার সহপাঠী ও বন্ধুরা।

এদিকে, সিয়ামের মর্মান্তিক মৃত্যুতে শোকাহত তার সহপাঠীরা। অনেকে তার স্মৃতিচারণা করে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। জুলাই আন্দোলনে তার সক্রিয় ভূমিকার কথা তুলে ধরছেন।

তানভীর আহমেদ নামে সিয়াম আজমের এক বন্ধু লিখেছেন, কিছু বলার ভাষা নাই। অবিশ্বাস্য লাগছে সবকিছু। আল্লাহ কার মৃত্যু কখন কীভাবে রাখছে কেউ জানে না। এই তো কয়েকটা দিন আগেই রাজপথ থেকে দেশটা স্বাধীন করলাম।

মাঈশা হুমাইরা নিতু নামে আরেক শিক্ষার্থী লিখেছেন, একটা জলজ্যান্ত প্রাণ কীভাবে হাওয়ায় মিলিয়ে যেতে পারে? সিয়াম আজম কীভাবে এভাবে চলে গেলা রে ভাইয়া। আন্দোনেই না আমরা একসাথে কাজ করলাম, কালই তোমার ডে (ফেসবুকে) দেখলাম। একটা প্রাণবন্ত ছেলে কীভাবে চলে যায়। আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

এএএইচ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।