খুলনায় আ’লীগের ঝটিকা মিছিলের ঘটনায় তিন মামলা, গ্রেফতার ৪০

0
1


খুলনায় ঝটিকা মিছিলের পর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের অন্তত ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও নগরীর পৃথক থানায় তিনটি মামলা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, রোববার খুলনা নগরীর জিরো পয়েন্ট, আড়ংঘাটা ও খালিশপুরে মিছিল করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে। বিভিন্ন স্থান থেকে ৪০ জনকে আটক করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জুলফিকার আলী হায়দার জানান, তিনটি মামলার বাদী পুলিশ। এসব মামলায় দুপুর পর্যন্ত ৪০ জনকে গ্ৰেফতার দেখানো হয়েছে।

আরিফুর রহমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।