মৌলভীবাজারে গন্ধগোকুলের ৩ বাচ্চা উদ্ধার

0
2


মৌলভীবাজারের কমলগঞ্জে তিনটি গন্ধগোকুলের বাচ্চা উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলার বড়চেগ এলাকা থেকে বাচ্চাগুলো উদ্ধার করে বন বিভাগ।

শ্রীমঙ্গলের জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট মো. তাজুল ইসলাম গন্ধগোকুলের বাচ্চা তিনটি উদ্ধারের খবর নিশ্চিত করে বলেন, বড়চেগ এলাকার একটি বাড়িতে গন্ধগোকুলের বাচ্চাগুলো রয়েছে খবর পেয়ে সেখানে যাই। রোববার তিনটি বাচ্চা নিয়ে মা গন্ধগোকুল নিজ বাসস্থান থেকে বের হয়ে ওই বাড়িতে গিয়েছিল। বাড়িতে কবুতর ও কোয়েল পাখির খামার থাকায় সেখানে আক্রমণ করে। পরে বাড়ির লোকজন বাচ্চা তিনটিকে আটকে ফেললেও মা গন্ধগোকুলটিকে আটকাতে পারেনি।

তাজুল আরও বলেন, বাচ্চাগুলো মায়ের কাছে ফেরত দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু কবুতর ও কোয়েল পাখির ‘ক্ষতি করে বলে’ ওই বাড়ির সদস্যরা চায়নি। পরে আমরা তিনটা বাচ্চা উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারে রেখেছি পরিচর্যার জন্য। কিছুদিন পরিচর্যার পর একটু বড় হলে বাচ্চাগুলো লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।

স্ট্যান্ড ফর আওয়ার এনডেঞ্জারড ওয়াইল্ড লাইফের সহপ্রতিষ্ঠাতা সোহেল শ্যাম বলেন, একটি ফেসবুক গ্রুপে শাবক তিনটি আটকে রাখার খবর দেখে বন বিভাগকে জানাই। তারপর বন বিভাগের সঙ্গে মিলে শাবকগুলো উদ্ধার করা হয়।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান বলেন, গন্ধগোকুলের বাচ্চা তিনটির বয়স এক মাসের কিছু বেশি। এ কারণে ছানাগুলোকে লাউয়াছড়া জাতীয় উদ্যানেরর জানকিছড়া ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারে রাখা হয়েছে।

ওমর ফারুক নাঈম/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।