সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বৃদ্ধ, মোটরসাইকেলের ধাক্কায় গেলো প্রাণ

0
1


ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আনুমানিক ওই বৃদ্ধের বয়স ৮০ বছর। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উজানিসার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর সংগঠনের সদস্য শরিফুল ইসলাম জানান, সদর উপজেলার উজানিসার এলাকায় মহাসড়কের পাশে এক বৃদ্ধ দাঁড়িয়ে ছিলেন। এসময় কুমিল্লা অভিমুখী এক মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধ আহত হন। এরপর প্রথমে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওই বৃদ্ধের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে। এরপরও পরিচয় শনাক্ত না হলে মরদেহ দাফনে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরে হস্তান্তর করা হবে।

আবুল হাসনাত মো. রাফি/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।