ভারতে প্রবেশের চেষ্টাকালে বিজিবির হাতে নারীসহ ৯ বাংলাদেশি আটক

0
2


অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারীসহ ৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া পৃথক মাদকবিরোধী অভিযানে ৪৮৫ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট, কসমেটিক সামগ্রীসহ মাদক উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৭টায় ৫৮- বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আটকরা হলেন- গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানার কালিগ্রামের অধির বিশ্বাসের ছেলে অমৃত বিশ্বাস (২৭), ফরিদপুরের বোয়ালমারী থানার কালিনগর গ্রামের নিখিল চন্দ্র বালার ছেলে সম্রাট বালা (৩১), বাগেরহাটের মোল্লারহাট থানার নগরকান্দি গ্রামের হোসেন বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস (২৯), ঝিনাইদহের মহেশপুর থানার তৈলটুপি গ্রামের মহিদুল ইসলামের ছেলে আল মামুন (২৭), রাজবাড়ির বালিয়াকান্দি থানার মনোরঞ্জণ বিশ্বাসের ছেলে দেবাষিশ বিশ্বাস (৩৬)। আটক বাকি ৪ জন নারী।

এদিকে উথলী, মাটিলা, মাধবখালি, খোশালপুর ও কুসুমপুর বিওপি সীমান্ত এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালায় বিজিবি। এসব অভিযানে ৪৮৫ পিস ভারতীয় ভায়াগ্রা, ৩৫ বোতল ফেনসিডিল, ৬৩ বোতল মদ, ১৮ বোতল বিয়ার ও ১৮৮ পিস ভারতীয় কসমেটিকস সামগ্রী উদ্ধার করে বিজিবি।

মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে। আটক নারীদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে।

শাহজাহান নবীন/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।