চুয়াডাঙ্গায় লাটাহাম্বার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

0
0


চুয়াডাঙ্গায় লাটাহাম্বার ধাক্কায় মো. ইমরান (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের চুয়াডাঙ্গা পৌর এলাকার ছাগল ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ইমরান আলমডাঙ্গা উপজেলার বলেশ্বরপুর গ্রামের খন্দকার রফিকুল ইসলামের ছেলে। তিনি চুয়াডাঙ্গা শহরের সাতগাড়ি এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ইমরান মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন। ছাগল ফার্ম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাটাহাম্বার তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, লাটাহাম্বার ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই লাটাহাম্বার চালক পালিয়ে যান।

মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘাতক লাটাহাম্বার শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান ওসি খালেদুর রহমান।

হুসাইন মালিক/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।