ঢাকার বিপক্ষে লড়াকু পুঁজি খুলনার

0
0


ইনিংসের মাঝামাঝি সময়ে মনে হয়েছিল, ঢাকা ক্যাপিটালের বিপক্ষে স্কোর বেশি বড় করতে পারবে না খুলনা টাইগার্স। কিন্তু শেষদিকে আবু হায়দার ও মাহিদুল হাসানের দারুণ ব্যাটিংয়ে লড়াই করার মতো একটি পুঁজিই পেয়ে যায় মেহেদী হাসান মিরাজের দল। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৭৩ রান তোলে খুলনা। জিততে হলে ঢাকাকে করতে হবে ১৭৪ রান।

আজ শুক্রবার টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেন খুলনা টাইগার্সের দুই ওপেনার মোহাম্মদ নাইম শেখ ও উইলিয়াম বসিস্টো। ৪৯ রানের জুটি করেন তারা। ১৭ বলে ৩০ রান করে নাইম আউট হলে জুটি ভাঙে। এরপরই এলোমেলো হয়ে যায় খুলনার ব্যাটিং লাইনআপ। ৪৪ রান নিতে হারিয়ে ফেলে ৬ উইকেট।

বসিস্টো একপ্রান্ত আগলে রাখলেও অপরপ্রান্তে আসা-যাওয়ার মিছিলে যোগ দেন আফিফ হোসেন (২ বলে ১), ইব্রাহিম জাদরান (৬ বলে ০), অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (১০ বলে ৮) ও মোহাম্মদ নওয়াজ (৮ বলে ৫)। রানের গতিও কমে যায় অনেকটা। বসিস্টো ২৮ বলে ২৬ রান করে আউট হন।

সপ্তম উইকেটে ৪৩ রানের জুটি করেন মাহিদুল হাসান অংকন ও জিয়াউর রহমান। এই জুটিতেই মাঝারি মানের পুঁজি পাওয়ার ইঙ্গিত দেয় খুলনা। ১৫ বলে ২২ রান করে সাজঘরে ফেরত যান জিয়াউর।

খুলনাকে লড়াই করার মতো পুঁজি এনে দিতে বড় অবদান রাখেন আবু হায়দার। ৮ বলে ২১ রান করে দারুণ ফিনিশিং দেন তিনি। ৪ বলে ৯ রানে অপরাজিত থাকেন নাসুম আহমেদ। এতেই ১৭৩ রানের স্কোরকার্ড সাজায় খুলনা।

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।