পৌষের শেষ দিকে সারাদেশে শীতের তীব্রতা বাড়লেও জয়পুরহাটে কমছে। রোববার (৫ জানুয়ারি) এখানে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। গত দুদিন এ জেলায় ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।
জেলার তেতলতলী গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, আমি মাঠে আলুর কাজ করছি। গতকাল সূর্যের তাপমাত্রা সকাল থেকে অনেক বেশি। সকাল ৯টার পর শরীরে আর শীতের কাপড় রাখা যাচ্ছে না।
শহরের আরাম নগর এলাকার অটোচালক নাসির হোসেন জাগো নিউজকে বলেন, পত্রপত্রিকায় দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায় প্রচণ্ড শীত। অথচ আমাদের এলাকায় গত দুদিন থেকে সকাল ৭টা থেকে সূর্যের দেখা মিলছে। সেই সঙ্গে রোদের তাপমাত্রা অনেক বেশি। বেলা ১১টার পর শীতের পোশাক গায়ে রাখতে পারছি না।
নওগাঁর বদলগাছি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি থাকলেও কিছুক্ষণ পর সেটি বাড়তে থাকে। বিকেল ৩টার দিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তারপর আবার হ্রাস পাবে।
আল মামুন/ আরএইচ/জেআইএম