এ বছরের সবচেয়ে প্রত্যাশিত সিরিজ ‘স্কুইড গেম’-এর তৃতীয় সিজন। দক্ষিণ কোরিয়ার সারভাইভাল থ্রিলার ‘স্কুইড গেম’ দ্বিতীয় সিজনেও তুমুল সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। ভাগ্যবদলের জন্য মৃত্যুর সঙ্গে খেলার সেই উন্মাদনা দ্বিগুণ হয়ে আছড়ে পড়তে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। জানা গেছে, তৃতীয় সিজনে হাজির হতে পারেন হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও।
স্কুইড গেম সিরিজের একটি দৃশ্য
বহুল প্রত্যাশিত সিরিজটির দ্বিতীয় সিজন মুক্তি পায় গত ২৬ ডিসেম্বর। এ সিজনের গল্প শুরু হয় প্রথম সিজনের শেষ অংশ থেকে। প্লেয়ার নম্বর ৪৫৬ আবারও ফেরেন ভাগ্য পরীক্ষার খেলায়। তবে এবার তিনি ফেরেন প্রতিশোধের নেশায়। এই খেলা চিরতরে বন্ধ করাই তার এবারের লক্ষ্য। তিনি কি পারবেন, নাকি সাধারণ প্রতিযোগীর মতো মেনে নিতে হবে মৃত্যুকে?
স্ট্রিমিংয়ের পর পরই বিশ্বে তোলপাড় তুলেছে ‘স্কুইড গেম’ সিজন টু। স্ট্রিমিংয়ের প্রথম চার দিনেই এটি ৪৮৭ মিলিয়ন ঘণ্টা ভিউয়ের রেকর্ড গড়েছে! বলা হচ্ছে, মুক্তির প্রথম সপ্তাহে নন-ইংলিশ সিরিজগুলোর মধ্যে সবচেয়ে বেশি দেখা সিরিজ হিসেবে ইতিহাস গড়েছে কোরিয়ান এই সিরিজ। হোয়াং দং-হিউক পরিচালিত এই সিরিজটি এই মুহূর্তে বিশ্বের ৯২টি দেশে ১ নম্বর স্থানে রয়েছে।
এদিকে স্কুইড গেমের চলমান ঝড়ের মাঝেই নতুন ঝড়ের পূর্বাভাস দিয়েছে সিরিজটির নির্মাতা সংস্থা নেটফ্লিক্স। নতুন বছরের প্রথম দিনে ‘স্কুইড গেম’ ভক্তদের উদ্দেশে নেটফ্লিক্স জানিয়েছে, চলতি বছরই ‘স্কুইড গেম’-এর তৃতীয় সিজন আসছে। যদিও নির্দিষ্ট কোনো দিনক্ষণ জানায়নি তারা। তবে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, এ বছর ২৭ জুন নেটফ্লিক্সে স্ট্রিমিং হতে যাচ্ছে ‘স্কুইড গেম’-এর তৃতীয় সিজন।
স্কুইড গেমের দ্বিতীয় সিজন মুক্তির আগেই রিনিউ করা হয়েছিল তৃতীয় সিজন, যেখানে ইতোমধ্যে শেষ করা হয়েছে সমাপ্তি পর্বগুলোর শুটিং। তৃতীয় সিজন আসার বার্তা দিয়েই শেষ করা হয়েছে ৭ পর্বের দ্বিতীয় সিজন। এ সিজনে পোস্টারের ট্যাগলাইন ছিল ‘খেলা শেষ হবে না’। সিজন শেষে দেখা যায়, খেলা সত্যিই শেষ হয়নি। তৃতীয় সিজনের জন্য প্রস্তুত থাকতে হবে দর্শকদেরও। তবে এবারের অপেক্ষা আগের বারের মতো দীর্ঘ হবে না।
লিওনার্দো ডিক্যাপ্রিও। ছবি: এএফপি
এদিকে তৃতীয় সিজনে পাওয়া যেতে পারে হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওকে। গুঞ্জন শোনা যাচ্ছে, তৃতীয় সিজনে একটি বিশেষ চরিত্রে হাজির হবেন তিনি। কোরিয়ার সংবাদমাধ্যমেও সে রকম দাবি করেছে। ঘটনা যদি সত্যি হয়, তাহলে কোরিয়ান সিরিজের ইতিহাসে এটিও হবে নতুন এক রেকর্ড। যদিও সিরিজে ডি ক্যাপ্রিওর যুক্ত হওয়ার বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তাই তৃতীয় সিজন মুক্তি পাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।
২০২১ সালের সেপ্টেম্বর মাসে মুক্তি পায় ‘স্কুইড গেম’-এর প্রথম সিজন। বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলে মুক্তির মাত্র ২৮ দিনে ১ দশমিক ৬ বিলিয়ন ঘণ্টা দেখে ফেলেন দর্শকেরা। সেই সময় এমিসহ বেশ কিছু পুরস্কারও পেয়েছিল সিরিজটি। তিন বছর পর এলো এর দ্বিতীয় সিজন। আর প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনেও মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা লি জাং জে। এ ছাড়া প্রথম সিজনের অনেকেই রয়েছেন দ্বিতীয় সিজনে। রয়েছেন আই এম সিওয়ান, কাং হা নেউল, লি জিন উক, পার্ক গিয়ু ইয়ংসহ প্রমুখ। এটি নির্মাণ করেছেন কোরিয়ান লেখক এবং টেলিভিশন প্রযোজক হোয়াং দং-হিউক।