২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত চার মাসে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১৬ হাজার ২১৫টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস।
রোববার (৫ জানুয়ারি) তিতাস গ্যাসের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসময় অভিযান পরিচালনা করে ১৪১টি শিল্প, ৭৮টি বাণিজ্যিক ও ১৫ হাজার ৯৯৬টি আবাসিকসহ মোট ১৬ হাজার ২১৫টি অবৈধ গ্যাস সংযোগ ও ৪০ হাজার ৬৮টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ফলে দৈনিক ১,০৮৭,৯,৯৭৩ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার মূল্য প্রায় ৫০.৫২ লাখ টাকা। এছাড়া এসব অভিযানে ৮৬ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তিতাস গ্যাসের অধীন কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে।
গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান চলমান রয়েছে বলেও জানায় তিতাস।
এনএস/এমএইচআর