কুষ্টিয়ায় ১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় এক আসামীকে যাবজ্জীবন কারদন্ড দিয়েছেন আদালত। সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মুন্সি মোহাম্মদ মশিয়ার রহমান এই আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২০ শে জুন বাড়ি থেকে তুলে নিয়ে একটি শিশুকে ধর্ষণ করে ছানার মাঝি। এ ঘটনায় ছানার মাঝিকে আসামী করে খোকসা থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা।
তদন্ত শেষে ২০১৯ সালের ৩১শে জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। বিচারিক সব প্রক্রিয়া শেষে আজ এই মামলার রায় ঘোষণা করেন বিচারক।