উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর হামলার ঘটনায় ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলামকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে দুপুরে তাকে প্রত্যাহার করা হয়।
একই সঙ্গে তার বিরুদ্ধে ঘোড়াঘাট উপজেলার সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত না করার অভিযোগ রয়েছ। পুলিশ সুপার আনোয়ার হোসেন জানিয়েছেন, ওসি আমিরুল ইসলামের জায়গায় শীঘ্রই নতুন একজনকে দায়িত্ব দেয়া হবে।
৩ সেপ্টেম্বর মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অয়াহিদা খানমের বাসভবনের ভেন্টিলেটর ভেঙ্গে ঘরে ঢুকে হামলা করে দুর্বৃত্তরা। এতে আহত হন অয়াহিদা এবং তার বাবা ওমর আলী শেখ। গুরুতর আহত অবস্থায় ওয়াহিদাকে ঢাকায় এনে নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার পর্যন্ত তাকে হাই ডিফেন্সিভ ইউনিট (এইচ,ডি,ইউ) তে রাখা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে আসাদুল ও তার দুই সহযোগী নবিরুল ও সান্টুকে।