বেকার নারীর ল্যাপটপ পেলেন সরকারি কর্মচারী-প্রকল্প প্রশিক্ষক!

0
0


প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নের লক্ষ্যে চলমান ‘হার পাওয়ার প্রকল্পে’ শেরপুরে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের আওতায় এ বছর বেকার নারীদের ল্যাপটপ পাওয়ার কথা থাকলেও একজন সরকারি কর্মচারী ও একজন ডিজিটাল মার্কেটিংয়ের প্রশিক্ষক ল্যাপটপ পেয়েছেন। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে।

এবার প্রশিক্ষণে অংশ নিয়ে ল্যাপটপ পেয়েছেন জিনাত তাসনিম নওশীন। তিনি বিএডিসিতে কম্পিউটার অপারেটর পদে কর্মরত। ল্যাপটপ পাওয়া অন্যজন হলেন তাসলিমা আক্তার। তিনি নিজে ডিজিটাল মার্কেটিংয়ের প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন।

সোমবার (১৩ জানুয়ারি) এ প্রকল্পের চারটি গ্রুপ ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট ও কল সেন্টার এজেন্ট হিসেবে ১০৫ জন নারীর প্রশিক্ষণ শেষ হওয়ার আগেই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ল্যাপটপ বিতরণ করা হয়। ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক অতিরিক্ত সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামান এনডিসি।

সদর উপজেলা আইসিটি অফিসার আল আমিন ফারুকের (সহকারী প্রোগ্রামার) সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাজীব উল আহসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুদ ভূইয়া বক্তব্য দেন।

শেরপুরের হার পাওয়ার প্রকল্পের তথ্যমতে, শেরপুরের তিনটিসহ দেশের ১৩০টি উপজেলায় তথ্যপ্রযুক্তিকে নারীদের ক্ষমতায়ন বৃদ্ধিতে চারটি ক্যাটাগরিতে মোট ২৫ হাজার ১২৫ জন নারীকে পাঁচ মাস মেয়াদি প্রশিক্ষণ কার্যক্রম চলমান। এরই ধারাবাহিকতায় শেরপুর সদর উপজেলায় ২১০ জন, নালিতাবাড়িতে ১৮৫ জন এবং শ্রীবরদীতে ১২৫ জনসহ মোট ৫৮০ জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হবে।

ল্যাপটপ বিতরণ নিয়ে কারসাজির বিষয়ে জানতে চাইলে সদর উপজেলার আইসিটি অফিসার আল আমিন ফারুক বলেন, ‘বিষয়টি দেখা হবে। পরবর্তী সময়ে যাতে কেউ এরকম করার সুযোগ না পান, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে শেরপুর বিএডিসির উপ-পরিচালক (টিসি) খলিলুর রহমান বলেন, নওশীন আমাদের এখানকার স্থায়ী নিয়োগপ্রাপ্ত কম্পিউটার অপারেটর। তিনি কীভাবে প্রশিক্ষণে অংশ নিলেন, সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে। তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ইমরান হাসান রাব্বী/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।