আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ‘অতি শিগগির’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন তিনি। এমন কিছু ঘটলে সেটা হবে ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ দুই নেতার মধ্যে প্রথম বৈঠক। খবর রয়টার্সের।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। চলতি বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে, তিনি ক্ষমতায় গেলে ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে।
ট্রাম্প এমনটাও বলেছিলেন যে, তিনি চাইলে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারবেন। ধারণা করা হচ্ছে, ক্ষমতায় গেলে তিনি সহায়তা বন্ধ করে দিয়ে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে সমঝোতা করতে বাধ্য করতে পারেন। এতে করে ইউক্রেনের বেশকিছু এলাকা পেয়ে যাবে রাশিয়া। এই যুদ্ধে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের পাহাড়সম ব্যয়েরও তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প।
এছাড়া প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর ফ্লোরিডা থেকে পুতিনকে ফোন করেছিলেন ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার মাত্র একদিন পরই এই ফোনালাপ হয়। তবে তাদের মধ্যে কি নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে কোন কৌশলে ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করবেন এমন প্রশ্নের জবাবে তিনি নিউসম্যাক্সকে বলেন, দেখুন এখানে কেবল একটি কৌশলই আছে এবং সেটা পুতিনের ওপর নির্ভর করছে। এই যুদ্ধ যেভাবে চলছে, সেটা নিয়ে পুতিন খুবই রোমাঞ্চিত বলে আমার মনে হয় না। কারণ তার জন্যও এই যুদ্ধটা ঠিকতো হচ্ছে না।
আরও পড়ুন>>
ট্রাম্প আরও বলেন, আমি জানি তিনি (পুতিন) আমার সঙ্গে সাক্ষাৎ করতে চান। আমিও অতি শিগগির দেখা করতে চাই। যত দ্রুত সম্ভব আমরা এটা করব…আগে তো আপনাকে দায়িত্ব নিতে হবে। কিছু কিছু জিনিস আছে, সেগুলো আপনাকে সেখানে বসে করতে হবে।
টিটিএন