বাজার অস্থিতিশীল করতে কিছু অসাধু চক্র কাজ করছে: শিল্পমন্ত্রী

0
1


রমজানে কিছু ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করে খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি করে, এমন মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বললেন, বাজার অস্থিতিশীল করতে কিছু অসাধু চক্র কাজ করছে।

শিল্প মন্ত্রণালয়ে বুধবার (২২ মার্চ) বিকেলে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের ভেজাল প্রতিরোধ ও মূল নিয়ন্ত্রণ নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রমজানে ব্যবসায়ীদের সততার সাথে ব্যবসা করার আহ্বান জানান শিল্পমন্ত্রী।

নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে সব জায়গায় খাদ্যের সংকট রয়েছে। তবে দেশে কোনো খাদ্যের ঘাটতি নেই। রমজানের জন্য খাদ্য মজুদ করা আছে, এতে কোনো সংকট সৃষ্টি হবে না। দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতি রোধ করতে সারাদেশে বাজার মনিটরিং করা হবে বলেও জানান শিল্পমন্ত্রী।

/এমএন