আগামী নির্বাচনে ষড়যন্ত্রের নীলনকশা করছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

0
1


ফাইল ছবি

বিএনপি আগামী নির্বাচন ষড়যন্ত্রের নীলনকশা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বিএনপি মহাসচিব বক্তব্য শুনে এমনটাই মনে হয়।

বুধবার (২২ মার্চ) বিকেলে তেজগাঁও টেক্সটাইল বিশ্ববিদ্যালয় মাঠে যুবলীগ ঢাকা মহানগর উত্তরের ৮টি ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন এসব কথা বলেন তিনি।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে শেখ হাসিনার জনপ্রিয়তা আকাশচুম্বী। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।

বিএনপিকে দেশের জনগণ পরিত্যাগ করেছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভোট পাবে না বলেই নির্বাচনে যেতে ভয় পাচ্ছে বিএনপি। তাই, দেশ ও দেশের বাইরে ষড়যন্ত্র শুরু করেছে দলটি।

/এসএইচ