এতিমের টাকা পাচারকারীরা আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না: প্রধানমন্ত্রী

0
1


অন্ধ বলেই দেশের উন্নয়ন দেখতে পায় না বিএনপি, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, খুনি, দুর্নীতিবাজ আর এতিমের টাকা পাচারকারীরা আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না।

রোববার (২০ মার্চ) বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপিই দেশে দুর্নীতি, জঙ্গিবাদ আর ভোট চুরির নজির গড়েছে। আর যোগাযোগ, কৃষি, প্রযুক্তি ও শিক্ষাসহ নানা খাতে উন্নয়ন করেছে আওয়ামী লীগ।

এই বক্তব্যে, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, বঙ্গবন্ধুর হাত ধরে শুরু হয় মাতৃভাষার আন্দোলন, তার হাত ধরেই আসে স্বাধীনতা। তবে ৭৫ এর ১৫ আগষ্টের বর্বর হত্যাকাণ্ডের পর পিছিয়ে পড়ে দেশ।

আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, পানিচুক্তি, শান্তিচুক্তি, ডিজিটাল বাংলাদেশ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ভাগ্য বদল হয়েছে মানুষের। কিন্তু এতো উন্নয়নের পরও কোনো কিছু দেখতে পায় না বিএনপি।

এসজেড/