যুক্তরাষ্ট্রে দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে থাকা ‘সুইস ক্রেডিট’ ব্যাংককে কিনে নিচ্ছে ইউবিএস

0
1


দেউলিয়াত্ব থেকে বাঁচাতে ‘সুইস ক্রেডিট’ ব্যাংককে ৩২৪ কোটি ডলারে কিনতে যাচ্ছে সুইজারল্যান্ডের সবচেয়ে বড় ব্যাংক ইউবিএস। রোববার (১৯ মার্চ) ইউএসবি’র পক্ষ থেকে আসে এ ঘোষণা। একইসাথে, দুটি আর্থিক প্রতিষ্ঠানকে তারল্য সহযোগিতা দিতে ১০৮ বিলিয়ন ডলার আমানত জমা করেছে সুইস সেন্ট্রাল ব্যাংক। খবর সিএনএন এর।

সোমবার (২০ মার্চ) পুঁজিবাজার খোলার আগেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। গত সপ্তাহেই সুইজারল্যান্ডের অর্থনৈতিক বাজার পর্যবেক্ষক কর্তৃপক্ষ এফআইএনএমএ জানিয়েছিল, তারল্যশূন্য হয়ে পড়তে পারে ক্রেডিট সুইস ব্যাংক। সে সময়ই, জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয় কর্তৃপক্ষকে। আর্থিকভাবে বিপর্যস্ত ব্যাংকটি কিনতে ইউবিএস যেনো রাজি হয় সেটি নিশ্চিত করতে লোকসান গ্যারান্টি হিসেবে ৯৭০ বিলিয়ন ডলার দিয়েছে সরকার।

এর আগে গত সপ্তাহেই যুক্তরাষ্ট্রের তিনটি ব্যাংককে দেউলিয়া ঘোষণা করা হয়। এর ধাক্কা পুরো বিশ্বেই লাগবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এসজেড/