জুয়াড়ি ছেলের ঋণ শোধ করতে বিপুল অঙ্কের টাকা চুরি করেছেন এক মা। পরে ধরা পড়ে বিচারের মুখোমুখি হয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে চীনের সাংহাই প্রদেশে। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট‘র।
প্রতিবেদনে বলা হয়, ৬৩ বছর বয়সী ওই মা একটি কোম্পানির হিসাবরক্ষকের পদে চাকরি করতেন। তার ছেলের জুয়ার ঋণ পরিশোধ করতে ৬৩ লাখ ইউয়ান বা ৯ লাখ ১০ হাজার মার্কিন ডলার চুরি করেন ওই অফিসের অ্যাকাউন্ট থেকে। পরে কোম্পানির অ্যাকাউন্টে রেখেছিলেন মাত্র ২০ ইউয়ান বা ৩ ডলার।
এই ঘটনার পর মা বাও কিহুয়া এবং তার ছেলে জিয়াং শিয়াওবিন জালিয়াতির মামলায় বিচারের মুখোমুখি হয়েছেন।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
জানা যায়, ওই নারী ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে কোম্পানির অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়েছেন। একপর্যায়ে কর্তৃপক্ষ টের পায় অ্যাকাউন্টে কোনো টাকা নেই। তখন তারা পুলিশের কাছে চুরির অভিযোগ দেয়। ততক্ষণে কোম্পানির ব্যাংক ব্যালেন্স মাত্র ২০ ইউয়ানে নেমে গেছে!
বাও স্বীকার করেছেন, জুয়া খেলে ছেলে বিপুল পরিমাণ ঋণ করে ফেলে। এই ঋণ পরিশোধের জন্য ছেলে তাকে জোরাজুরি শুরু করে। ছেলের পরামর্শেই তিনি কোম্পানির অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করতে শুরু করেন।
/এনএএস