ভারতের আসামে একসঙ্গে ৩০০ পুলিশ সদস্যের চাকরিচ্যুতির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি জানিয়েছেন, এই পুলিশ কর্মীদের প্রত্যেকেই অত্যধিক মাত্রায় মদ্যপান করেন। যার ফলে নিজেদের শারীরিক সক্ষমতা হারিয়েছেন তারা। খবর নিউজ এইটিনের।
খবরে বলা হয়, যে ৩০০ পুলিশ সদস্যকে চিহ্নিত করা হয়েছে। তাদের জায়গায় নতুনদের নিয়োগ করা হবে বলে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী। ইতোমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
আসামের মুখ্যমন্ত্রী নিজেই রাজ্যের স্বরাষ্ট্র দফতরের দায়িত্বে রয়েছেন। তিনি জানিয়েছেন, পুলিশ বাহিনীকে আরও দক্ষ করে তুলতেই যাদের শারীরিক সক্ষমতা কম এবং যাদের শারীরিক ওজন মাত্রাতিরিক্ত, তাদের সরিয়ে নতুনদের নিয়োগ করা হবে।
ইউএইচ/