সিলেট সিটি নির্বাচনে অংশ নেয়ার ইঙ্গিত মেয়র আরিফুল হকের

0
5


সিলেট ব্যুরো:

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ার আভাস দিয়েছেন বর্তমান মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী।

সোমবার (১ মে) দুপুরে সিলেট জেলা ও মহানগর শ্রমিক দলের মে দিবসের কর্মসূচিতে অংশ নেন তিনি। এ সময় আরিফুল হক চৌধুরী বলেন, সারাদেশে ভোটের অধিকার আদায়ের জন্য নির্বাচনে যাচ্ছে না বিএনপি। তবে সিলেটের বাস্তবতায় কেন নির্বাচনে যাবে, সে বিষয়টি আগামী ২০ মে নগরীর রেজিষ্ট্রারি মাঠে জনসভা করে নগরবাসীর কাছে স্পষ্ট করবেন তিনি।

যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত বাতিল করা হলেও সিটি নির্বাচনে ইভিএম ব্যবহার করে নির্বাচন কমিশন প্রহসনের ভোট করতে চায় বলেও অভিযোগ করেন এই মেয়র। সিটি নির্বাচনে ইভিএম বাতিলের দাবি জানান তিনি। এই নির্বাচনকে ঘিরে প্রশাসনে রদবদল করা হচ্ছে বলেও অভিযোগ করেন আরিফুল হক চৌধুরী।

/এমএন