পদ্মায় সকালে ঝরে গেল ২৬টি তাজা প্রাণ। মাদারীপুরের শিবচরে, পুরাতন কাঁঠালবাড়ি ঘাটের কাছে নোঙর করে রাখা বাল্কহেডে যাত্রীবাহী স্পিডবোটের ধাক্কায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। লকডাউনের মধ্যে যারা নিয়ম না মেনে নৌযান চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক।
মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারিপুরের বাংলাবান্দা ঘাটে স্পিডবোটে করে যাচ্ছিলেন ৩২ যাত্রী। ভোরে পুরনো কাঠাল্বাড়ি ঘাটে পৌঁছাতেই নোঙর করা বালুবাহী একটি বাল্কহেডের সাথে লাগে ধাক্কা। স্পিডবোটের গতি বেশি থাকায় মুহুর্তেই দুমড়ে-মুচড়ে যায় সেটি। আহত্রা পড়ে যান পানিতে। খবর পেয়ে প্রথমে স্থানীয়রা এগিয়ে আসে উদ্ধারে। খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে। তারা এসে একে একে উদ্ধার করে ৩ শিশু ও এক নারী সহ ২৬ মরদেহ।
নিহত প্রায় প্রত্যেকেরই মৃত্যু হয় সংঘর্ষের ফলে। ফায়ার সার্ভিস কর্মীরা যখন একে একে মরদেহ তুলছিলেন তখন তীর ভেসে যায় রক্তে।
লকডাউনে সব ধরণের পরিবহন বন্ধ থাকার নির্দেশনা থাকলেও কোনো ধরণের বিধি নিষেধ ছাড়াই চলছে স্পিডবোটের মতো নৌযানগুলো।চালকদের দক্ষতা নিয়ে তো প্রশ্ন আছে আগে থেকেই। জেলা প্রশাসক বলছেন নিয়ম যারা মানছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।