চলতি মৌসুমে প্রণোদনার পেঁয়াজ বীজের অংকুরোদগমজনিত সমস্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জরুরি ভিত্তিতে বিদেশ থেকে এনে বীজ সরবরাহ করা হয়েছে।
সোমবার কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, চলতি মৌসুমে প্রণোদনার পেঁয়াজ বীজের অংকুরোদগমজনিত সমস্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১৬ হাজার কৃষক। তাদের মধ্যে ফরিদপুরে ৫ হাজার ২০০ জন, মাদারীপুরে ৫২৭ জন, রাজবাড়ীতে ৩ হাজার ৭২৫ জন, গোপালগঞ্জে ৪২০ জন এবং পাবনায় ৬ হাজার জন কৃষক রয়েছেন।
এরমধ্যে ক্ষতিগ্রস্ত চার জেলায় (ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ) মোট ৯ হাজার ৮৭২ জন কৃষককে বিদেশ থেকে বীজ সংগ্রহ করে নষ্ট বীজের পরিবর্তে নতুন করে বীজ সরবরাহ করা হয়েছে।
এছাড়াও অপর ক্ষতিগ্রস্ত জেলা পাবনায় ৬ হাজার ক্ষতিগ্রস্ত কৃষককে স্থানীয়ভাবে নষ্ট বীজের পরিবর্তে নতুন বীজ সংগ্রহ করে সরবরাহ করা হয়েছে।
এনএইচ/এমএইচআর