১৪ দিনের রিমান্ড শেষে ঢাকার সিএমএম আদালত আবারো হেফাজত নেতা মামুনুল হককে ৫ দিনের রিমান্ড দিয়েছেন। পল্টন থানার সহিংসতা ও নাশকতার দুটি মামলায় ৩ দিন ও ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে এর আগে পল্টন ও মতিঝিল থানার নাশকতার মামলায় ৭ দিনের রিমান্ড দেন আদালত। এর আগে ২০২০ সালে মোহাম্মদপুরের এক বাসিন্দাকে মারধর, মুঠোফোন ও টাকা চুরির মামলায় মামুনুল হককে ৭ দিনের রিমান্দ দেন আদালত।
১৪ দিনের রিমান্ড শেষে মামুনুল হককে আদালতে তুলা হলে পুলিশ নাশকতা ও সহিংসতার দুটি মামলায় ১০ দিনের রিমান্ড চেয়েছিল। আদালত দুই পক্ষের শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আজ দুপুর সোয়া ১২টার দিকে মামুনুল হককে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আদালতে আনা হয়। আদালতে ২০-২২ মিনিটের শুনানি শেষে তাকে আবার পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।