ঠিক টাইম মেশিনে ২৫ বছর আগে ফিরে যাওয়া বা ফিরিয়ে নেয়া হয়ত সম্ভব না। তবে ২০০০ সালে যে ১৬ স্বপ্নসারথী টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু করেছিলেন, তাদের আবার একমঞ্চে দাঁড় করানোর একটা উদ্যোগ নিয়েছে বিসিবি।
আগামী ২৬ জুন পূর্ণ হবে বাংলাদেশের টেস্ট মর্যাদা পাওয়ার ২৫ বছর। সেই টেস্ট মর্যাদা লাভের রজত জয়ন্তিটাকে উৎসবমুখর ও স্মরণীয় করে রাখতেই আগামী বৃহস্পতিবার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় এক আনন্দ উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২৬ জুন বিকেলে দুই ঘণ্টার সে আয়োজনের মূল আকর্ষণ হিসেবে রাখা হয়েছে অভিষেক টেস্ট স্কোয়াডকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধিত করা। সন্মাননা জানানো।
২০০০ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেকে যে ১৬ ক্রিকেট যোদ্ধা যাত্রা শুরু করেছিলেন, তাদের সবাইকে আবার একমঞ্চে দাঁড় করানোর পাশাপাশি সংবর্ধনা দেয়ার সব রকম প্রস্তুতি চলছে।
জানা গেছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অভিষেক টেস্ট স্কোয়াডের সব সদস্যকে নতুন করে ব্লেজার প্রদান করা হবে।
টেস্ট ক্রিকেটের মর্যাদা প্রাপ্তির রজত জয়ন্তির এ মাহেন্দ্রক্ষণে সেই ১৬ ক্রিকেটারকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানোর এ উদ্যোগ সবার অকুন্ঠ প্রশংসা কুড়িয়েছে।
তবে প্রশ্ন আছে, অভিষেক টেস্টের অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে নিয়ে। দুর্জয় সরাসরি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। তিনি আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্যও ছিলেন।
ছাত্র-জনতার উত্তাল আন্দোলন ও গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত। আওয়ামী লীগের সংসদ সদস্য ও বিসিবির পদত্যাগী পরিচালক নাঈমুর রহমান দুর্জয়ও লোকচক্ষুর অন্তরালে।
যেখানে সাকিব আল হাসানের মত দেশের ক্রিকেট ইতিহাসের সফলতম পারফরমার দেশে ফিরতে পারছেন না, মাশরাফির মত সফল অধিনায়কও লোকচক্ষুর অন্তরালে, সেখানে প্রথম টেস্ট ক্যাপ্টেন দুর্জয় কি ওই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে পারবেন? বিসিবি কি তাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রন জানিয়েছে?
খোঁজ নিয়ে জানা গেছে, নাঈমুর রহমান দুর্জয়কে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। অভিষেক টেস্ট স্কোয়াডের ১৬ ক্রিকেটারকে আমন্ত্রণ জানানোর আনুষ্ঠানিক দায়িত্ব যার ওপর ন্যস্ত, বিসিবি ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস মঙ্গলবার জাগো নিউজকে জানিয়েছেন, `অভিষেক টেস্ট স্কোয়াডে যারা ছিলেন, সেই ১৬ ক্রিকেটারের সবাইকে আমন্ত্রন জানানো হয়েছে। তাদের কে কে আসতে পারবেন এবং ২৬ জুনের রজত জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন? সেটা বলতে পারবো না। সেটা তারাই ভাল বলতে পারবেন। তবে আমি বলতে পারবো যে সবার সাথে যোগাযোগ করে তাদের আমন্ত্রন পত্র পাঠানো হয়েছে।
বর্তমান পরিস্থিতি ও প্রেক্ষাপটে বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক দুর্জয়ের আগামী বৃহস্পতিবারের অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা নেই বললেই চলে।
এদিকে অধিনায়ক দুর্জয় একা নন। খোঁজ নিয়ে জানা গেছে, ভিন্ন ভিন্ন কারণ ও প্রেক্ষাপটে আরও ৪ ক্রিকেটার মানে সব-সহ অভিষেক টেস্ট স্কোয়াডের ৫ সদস্য রজত জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না।
তারা হলেন আকরাম খান, খালেদ মাসুদ পাইলট, মঞ্জুরুল ইসলাম ও আল শাহরিয়ার রোকন। সবার জানা রোকন নিউজিল্যান্ড প্রবাসী এবং বেশ অনেকদিন ধরে স্ত্রী সন্তান নিয়ে সেখানেই থাকেন।
এছাড়া আকরাম খান অবস্থান করছেন থাইল্যান্ডে। জাগো নিউজকে তিনি নিজেই জানিয়েছেন, `স্ত্রীর চিকিৎসার কারণে তাকে ব্যাংকক যেতে হয়েছে এবং তার পক্ষে ২৬ জুনের আগে দেশে ফেরা সম্ভব না। তাই তিনি অভিষেক টেস্টের রজত জয়ন্তীতে থাকতে পারবেন না।
এছাড়া উইকেটকিপার খালেদ মাসুদ পাইলট ও পেসার মঞ্জুরুল ইসলামও দেশের বাইরে অবস্থান করছেন। তাদেরও ২৬ জুনের আগে দেশে ফেরার সম্ভাবনা খুব কম বলে জানা গেছে।
এআরবি/আইএইচএস/জেডএইচ/