৭৭ বছরের রেকর্ড রান তাড়ায় ভারতকে হারালো ইংল্যান্ড

0
1


চা-বিরতির আগে ঝুপঝাপ বৃষ্টির ফোঁটা পড়লো। কিন্তু ইংল্যান্ডের জয় আটকাতে পারলো না, বাঁচাতে পারলো না ভারতকে। বিরতির পর বৃষ্টি কমতেই দারুণ এক রান তাড়ার রেকর্ড গড়লো ইংল্যান্ড। জিতলো ৫ উইকেটে।

হেডিংলি টেস্টে ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য ছিল ৩৭১ রানের। চতুর্থ দিনে বিনা উইকেটে ২১ রান তুলেছিল ইংলিশরা। ফলে শেষ দিনে তাদের দরকার পড়ে আরও ৩৫০ রান।

সেই কঠিন চ্যালেঞ্জ ইংল্যান্ড পাড়ি দিয়েছে টেস্টের শেষ দিনে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে। গত ৭৭ বছরে কোনো টেস্টের পঞ্চম ও শেষদিনে রেকর্ড রান তাড়া এটি। ১৯৪৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে এই হেডিংলিতেই শেষদিনে ৪০৪ রান তুলে জিতেছিল অস্ট্রেলিয়া।

ইংলিশ দুই ওপেনার জ্যাক ক্রলি আর বেন ডাকেট দারুণ এক জুটিতে রান তাড়ার ভিত গড়ে দেন। উদ্বোধনী জুটিতেই ১৮৮ রান তোলেন তারা। জ্যাক ক্রলি ৬৫ রানে ফিরলেও সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি ডাকেট।

১৭০ বলে ২১ বাউন্ডারি আর ১ ছক্কায় ১৪৯ রান আসে ডাকেটের ব্যাট থেকে। টানা দুই বলে ডাকেট আর হ্যারি ব্রুককে ফিরিয়ে ভারতকে ম্যাচে ফেরান শার্দুল ঠাকুর। মাঝে ৮ রান করে আউট হয়েছিলেন ওলি পোপ।

দুইশর পর ৪৭ রানের মধ্যে ৩ উইকেট হারায় ইংল্যান্ড। ফলে রান তাড়ায় হঠাৎ বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে। চতুর্থ উইকেটে জো রুট আর বেন স্টোকস ৪৯ রান যোগ করেন। শেষটা করেন জেমি স্মিথ আর রুট। প্রায় পাঁচ গড়ে রান তুলে ৭১ রানের জুটি গড়েন তারা। রুট ৫৩ আর স্মিথ ৪৪ রানে অপরাজিত থাকেন।

প্রথম ইনিংসে ভারতের ৪৭১ রানের জবাবে ৪৬৫ রানে অলআউট হয় ইংল্যান্ড। ফলে প্রথম ইনিংসে মাত্র ৬ রানের লিড পায় ভারত। দ্বিতীয় ইনিংসে লোকেশ রাহুল আর রিশাভ পান্তের জোড়া সেঞ্চুরিতে ভারত করেছিল ৩৬৪।

এমএমআর/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।