যুদ্ধবিরতিতে ইরানকে সমর্থন জানালো চীন

0
3


ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে চীন। একই সঙ্গে ‘প্রকৃত যুদ্ধবিরতি’ কার্যকরে ইরানকে পূর্ণ সমর্থন জানিয়েছে দেশটি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে ফোন করে এ সমর্থন জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

তিনি বলেন, ইরানের জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় চীন সমর্থন করে। এ জন্য ‘প্রকৃত যুদ্ধবিরতি’ করা যাতে মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।

একই সঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি বলা হয়, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার নিন্দা জানিয়েছেন ওয়াং। যুক্তরাষ্ট্র এর মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সুরক্ষার অধীনে থাকা পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলা জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের উদ্দেশ্যকে গুরুতরভাবে লঙ্ঘন করে।

সূত্র: আল জাজিরা

জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।