মঙ্গলগ্রহের কক্ষপথে অবস্থান নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের মহাকাশযান আমাল বা আশা। উৎক্ষেপণের সাত মাস পর মঙ্গলবার এই সাফল্য আসে।
জুলাইয়ে জাপানের স্পেস সেন্টার থেকে উতক্ষেপণের পর প্রায় ৫০ কোটি কিলোমিটার পারি দেয় নভোযানটি। আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে সেপ্টেম্বর নাগাদ সেটি মঙ্গলগ্রহ থেকে স্যাটেলাইটের মাধ্যমে তথ্য এবং ছবি পাঠাবে।
মধ্যপ্রাচ্য ও আরব বিশ্ব থেকে পরিচালিত প্রথম মঙ্গল অভিযানে খরচ হয়েছে ২০ কোটি ডলার। এর মাধ্যমে বিভিন্ন ঋতুতে গ্রহটির আবহাওয়া কেমন থাকে সেসব জানা যাবে। ২১১৭ সাল নাগাদ মঙ্গলে বসতি স্থাপন করতে চায় আরব আমিরাত। আগামী দেড় সপ্তাহে পৃথিবীর প্রতিবেশী গ্রহের ককশপথে পৌঁছাবে চীন ও যুক্তরাষ্ট্রের আরো দুটি নভোযান।