বুধবার বিকেলে খুলনা থেকে ছেড়ে আসা জে.কে ট্রাভেলস পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাগুরা যাচ্ছিল। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারো বাজার এলাকায় পৌঁছালে বাসটি নিরন্ত্রণ হারিয়ে বাম পাশে কাঁচা সড়কে নেমে যায়। তাৎক্ষণিকভাবে ইউটার্ন নিয়ে পাকা সড়কে উঠার সময় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় বাসটির। এতে বাসটি রাস্তার উপর উলটে যায়।
দুর্ঘটনাস্থলেই মারা যান নারী ও শিশু সহ বাসের ৯ যাত্রী। হাসপাতালে মারা যান আরো দুই জন। আহত হন আরো অন্তত ১৫ জন। তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আহতদের চিকিৎসার ব্যবস্থা ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক।