বহির্বিশ্বেও খেতাব কেড়ে নেয়া নজির রয়েছে!

0
6
পররাষ্ট্রমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেয়ার বিষয় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যাচাই বাচাই করছে। তবে বহির্বিশ্বেও এমন নজির আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে পিঠা পিঠা উৎসবের উদ্বোধন করে এমনটাই জানান তিনি।

এসময় তিনি বলেন যেকোনো পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসনের চেষ্টা চালিয়ে যাবে সরকারের পররাষ্ট্র দপ্তর। মিয়ানমারের কার্যক্রম নিয়ে সাফাই গাইছে সেনাবাহিনী।

রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত করতে তাদের সাথেও আলোচনা করা হবে। সেনাবাহিনী থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন হবে না এমন ধারণা ভুল বলেও জানান মন্ত্রী।

এছাড়া আল জাজিরার করা প্রতিবেদন ভিত্তিহীন বলে আবারো দাবি করেন তিনি। জানান চ্যানেল বন্ধের পক্ষে নন তিনি।