আইএইএর উচিত পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিয়ে নেওয়া: রাজনাথ সিং

0
0


সম্প্রতি ভারত-পাকিস্তানের মধ্যকার তীব্র সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে নেওয়া উচিত। বৃহস্পতিবার (১৫ মে) তিনি কাশ্মীরের শ্রীনগরে সেনাদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এমন মন্তব্য করেন।

রাজনাথ সিং বলেন, এমন এক দায়িত্বহীন ও উগ্র রাষ্ট্রের হাতে কি পারমাণবিক অস্ত্র নিরাপদ? আমি মনে করি, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র এখন আইএইএর তত্ত্বাবধানে নেওয়া উচিত।

এদিকে, এই বক্তব্যের জবাবে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

গত মাসে ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের মৃত্যু হয়। এর জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির ‘সন্ত্রাসবাদী ঘাঁটি’ লক্ষ্য করে পাকিস্তানে বিমান হামলা চালায় ভারত। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং দু’দেশের মধ্যে প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে তীব্র সামরিক সংঘাতে রূপ নেয়। তবে গত শনিবার দু’দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়।

ভারত ও পাকিস্তান ১৯৯৮ সালে পরস্পর পারমাণবিক পরীক্ষা চালানোর মাধ্যমে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বৈরিতা দক্ষিণ এশিয়াকে বিশ্বের অন্যতম বিপজ্জনক পারমাণবিক সংঘর্ষের অঞ্চল হিসেবে পরিচিত করেছে।

এদিকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার (১২ মে) বলেন, ভবিষ্যতে ভারতের ওপর কোনো হামলা হলে সন্ত্রাসীদের ঘাঁটিতে আবারও হামলা করা হবে, এবং পাকিস্তানের ‘পারমাণবিক ব্ল্যাকমেইল’ ভারতকে দমিয়ে রাখতে পারবে না।

পাকিস্তান মোদীর মন্তব্যকে ‘উস্কানিমূলক ও উত্তেজনাপূর্ণ’ হিসেবে আখ্যায়িত করে নিন্দা জানিয়েছে।

কাশ্মীর ইস্যুতে ইতিপূর্বে দু’দেশ তিনটি যুদ্ধ করেছে এবং অঞ্চলটি নিয়েই তাদের প্রধান বিরোধ বিরাজমান। ভারত পাকিস্তানকে কাশ্মীরে জঙ্গিদের মদদদাতা বললেও, ইসলামাবাদ তা অস্বীকার করে আসছে।

সূত্র: রয়টার্স

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।