দেশের বাজারে আসছে হুয়াইহাই ইলেকট্রিক স্কুটারস

0
1


দেশের বাজারে আসছে বৈদ্যুতিক স্কুটারস। এই স্কুটারস আনছে অটোমোটিভ খাতের প্রতিষ্ঠান ন্যামস মোটরস লিমিটেড। বিশ্বের ইভি ব্র্যান্ড হুয়াইহাই ইলেকট্রিক স্কুটারসের একমাত্র পরিবেশক হিসেবে আগামী ২৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বাজারে স্কুটারগুলো উন্মোচন করতে যাচ্ছে তারা।

এই উপলক্ষে রাজধানীর উত্তরার ১৫ নম্বর সেক্টরে হুয়াইহাইয়ের ফ্ল্যাগশিপ শোরুমে একটি লঞ্চিং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে বিভিন্ন মডেলের ইলেকট্রিক স্কুটার প্রদর্শন ও বিক্রির জন্য উন্মুক্ত থাকবে।

ন্যামস মোটরস লিমিটেডের হেড অব মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট মোকাম্মেল হোসেন ইভান বলেন, ‘আমরা ইতোমধ্যে প্রথম ব্যাচের স্কুটার অ্যাসেম্বল ও টেস্টিং সম্পন্ন করেছি। আমরা ভোক্তাদের এমন একটি প্রোডাক্ট দিতে চাই যেখানে যা দীর্ঘস্থায়ী ও গুনগতমান সম্পন্ন।’

হুয়াইহাই স্কুটারগুলোতে ব্যবহৃত হচ্ছে গ্রাফিন ও লিথিয়াম ব্যাটারির প্রযুক্তি, যা পারফরম্যান্সে শক্তিশালী, দীর্ঘস্থায়ী লাইফ এবং বিদ্যুৎ-সাশ্রয়ী।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, জ্বালানিচালিত বাইকের বিকল্প হিসেবে এসব স্কুটার শহরাঞ্চলের পরিবেশবান্ধব ও কম খরচের যানবাহন হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

এছাড়াও, ভোক্তাদের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে ন্যামস মোটরস লিমিটেড সারাদেশে ডিলার ও সার্ভিস পয়েন্টের নেটওয়ার্ক গড়ে তোলার কাজ শুরু করেছে।

বৈশ্বিকভাবে পরিবেশবান্ধব প্রযুক্তি ও ইলেকট্রিক যানবাহনের দিকে ঝুঁকছে বিশ্বের প্রায় সব দেশ। বাংলাদেশেও ক্রমবর্ধমান জ্বালানির সংকট ও ঊর্ধ্বমূল্যের প্রেক্ষাপটে ইভি প্রযুক্তির গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এমএমএআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।