শ্রমিকদের পরিচর্যা সম্পর্কিত কাজ ও পরিষেবাগুলোকে চিহ্নিত করে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নসহ ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)।
বৃহস্পতিবার (১ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান তারা। মহান দিবস উপলক্ষে ‘বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই সকল শ্রমিকের জন্য শ্রম আইনের সুরক্ষা’ স্লোগানে এ মানববন্ধন ও র্যালির আয়োজন করা হয়।
মানববন্ধনে উপস্থিত নেতাকর্মীরা বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ শ্রমশক্তির আবাসস্থল, যেখানে প্রায় আট কোটি শ্রমিক বিভিন্ন শিল্পের সঙ্গে জড়িত। এ বিশাল শ্রমশক্তির প্রায় ৮৫ শতাংশ শ্রমিক অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত যারা দীর্ঘ কর্মঘণ্টা, অপর্যাপ্ত মজুরি, অনিরাপদ কর্মপরিবেশ এবং সীমিত নিরাপত্তা ব্যবস্থার মতো বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন যা মে দিবসের আদর্শের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বর্তমান বাংলাদেশের উন্নয়নশীল অর্থনীতিতে শিল্পায়ন, জনসংখ্যা, জলবায়ু পরিবর্তন এবং অভিবাসনের ফলে পরিচর্যা কাজের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
তারা বলেন, এটি একটি সম্ভাবনাময় খাত যেখানে কাজের মাধ্যমে নিয়োজিত শ্রমিকদের সামাজিক ও অর্থনৈতিক উন্নতিসহ সফল উদ্যোক্তা হওয়ার দ্বার উন্মুক্ত হচ্ছে যা দেশের কল্যাণে অগ্রণী ভূমিকা রাখবে। সরকার থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও সম্ভাবনাময় এ খাতটির গুরুত্ব বিবেচনায় এবং নিয়োজিত কর্মীদের সুরক্ষা প্রদানের ক্ষেত্রে পর্যাপ্ত নয়।
উত্থাপিত ১০ দাবি হলো:
১. পরিচর্যা সম্পর্কিত কাজ ও পরিষেবাগুলোকে চিহ্নিত করে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা
২. পরিচর্যা খাতের প্রতিষ্ঠানসমূহের নিবন্ধন ও এ খাতে নিয়োজিত কর্মীদের নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান করতে হবে
৩. পরিচর্যা খাতের প্রতিষ্ঠানসমূহ ও কর্মীদের জন্য একটি ডাটাবেজ তৈরি করা
৪. পরিচর্যাকর্মীদের জন্য দৈনিক আট ঘণ্টা কাজ, নিরাপদ ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করা
৫. কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও সফল উদ্যোক্তা তৈরিতে সহায়তা করা
৬. আধুনিক ও সময় উপযোগী প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণের মাধ্যমে পরিচর্যা কর্মীদের শ্রম আইনে পরিচর্যা কাজ ও পরিচর্যা কর্মীকে অন্তর্ভুক্ত করা
৭. বর্তমান চ্যালেঞ্জগুলো দূর করে পরিচর্যাকর্মীদের সংগঠিত হওয়া নিশ্চিত করা এবং ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সহজীকরণ
৮. বর্তমান বাজারদর বিবেচনা করে পরিচর্যাকর্মীদের জন্য ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে
৯. পরিচর্যাকর্মীদের জন্য বিশেষ সামাজিক নিরাপত্তা স্কিম চালু করতে হবে
১০. পরিচর্যা খাতে নিয়োজিত শ্রমিকের সুরক্ষার জন্য আইএলও কনভেনশন ১৫৬ ও ১৮৩ অনসমর্থন করতে হবে।
কেআর/বিএ/এএসএম