বাসার গ্রিল কেটে স্বর্ণালংকার চুরি, চোরচক্রের ৫ জন গ্রেফতার

0
1


রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকার একটি বাসার গ্রিল কেটে চুরির ঘটনায় চুরি হওয়া মালামালসহ পেশাদার পাঁচ চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- মো. শাহ আলম (২২), মো. সাব্বির হোসেন (২০), মো. রাজু, মো. মুরাদ (২১) ও মো. স্বপন মিয়া (২৫)।

বৃহস্পতিবার (১ মে) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৫ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার থেকে রাত সাড়ে ৯টার মধ্যে মো. আলী আকবর নামে একজনের বাসার গ্রিল কেটে প্রবেশ করে একদল চোর। তারা ১৯ ভরি স্বর্ণালংকার, ১টি মোবাইল ফোন এবং নগদ ১২ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় আলী আকবর বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন।

মামলাটি তদন্তকালে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে ক্যান্টনমেন্ট থানার ওসি মো. আব্দুল আলিমের নেতৃত্বে থানার একটি টিম গত ২৮ এপ্রিল রাত ১০টার দিকে ক্যান্টনমেন্ট থানাধীন মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

তাদের কাছ থেকে দুটি স্বর্ণের হার, এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের আংটি, দুই জোড়া স্বর্ণের হাতের বালা, এক জোড়া রূপার ওপর স্বর্ণের কালার করা হাতের বালা, দুই জোড়া সিটি গোল্ডের হাতের চুড়ি, এক জোড়া ব্রোঞ্জের চুড়ি, একটি চোরাই মোবাইল ফোন ও চুরির কাজে ব্যবহৃত একটি একটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়।

ডিসি তালেবুর রহমান আরও বলেন, গ্রেফতাররা পেশাদার চোরচক্রের সক্রিয় সদস্য। তারা চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও চুরির সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

টিটি/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।