দোহায় ব্যবসায়ীদের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা

0
1


কাতারের দোহায় ব্যবসায়ীদের সংবর্ধনায় অংশগ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২২ এপ্রিল) প্রধান উপদেষ্টার সম্মানে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে ব্যবসায়ীদের সঙ্গে খোলামেলা আলোচনা ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এর আগে দোহায় আর্থনা সামিটে অংশগ্রহণ করতে ২১ এপ্রিল সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যোগে রওনা দেন তিনি।

আর্থনা সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা একটি প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া সারাদিনে সামিটের সাইড লাইনে বিভিন্ন নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক করেন।

এমইউ/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।