সম্প্রতি মেয়াদোত্তীর্ণ হওয়া এলএনজি সরবরাহ সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) নবায়নে সম্মত হয়েছে কাতার।
এছাড়া বাংলাদেশের জন্য প্রস্তাবিত একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণে কারিগরি বিষয়গুলোতে একসঙ্গে কাজ করতে চায় দেশটি।
মঙ্গলবার (২২ এপ্রিল) দোহায় আর্থনা সামিটের সাইড লাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি এ প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, আমরা বাংলাদেশের পাশে থাকতে চাই এবং তা চালিয়েও যাবো।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
এমইউ/জেডএইচ/