চুরির অপবাদে তিন নারীর চুল কাটার ঘটনায় প্রধান অভিযুক্ত আটক

0
1


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শিশুকে মারধর ও জোর করে তিন নারীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত সুমন দাসকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে আখাউড়া পৌর এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন।

এর আগে, রোববার রাতে পৌর এলাকার সড়ক বাজার এনসিসি ব্যাংকের নিচে এক দোকানের পাশ দিয়ে তিন নারী এক শিশুসহ যাচ্ছিলেন। এসময় শিশুটি দোকানের বাইরে থাকা একটি পার্টস হাতে ধরে। বিষয়টি দেখে দোকানের সামনে থাকা সুমন দাস এগিয়ে এসে শিশুটিকে চুরির অপবাদ দিয়ে মারধর করেন।

সুমন তার সহযোগী মো. রাব্বিকে নিয়ে বোরকা পরিহিত তিন নারীর মাথার চুল কাটেন। শুধু তাই নয়, নারীদের সঙ্গে থাকা শিশুসহ দুই নারীকে প্লাস্টিকের পাইপ ও রড দিয়ে বেধড়ক মারধর করেন। এসময় স্থানীয়রা সুমন দাসকে মারধর ও চুল কাটতে বাধা দিলে উল্টো হুমকি দেন তাদের।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে জোর করে তিন নারীর চুল কাটা ও বেধড়ক মারধরের ভিডিও ভাইরাল হয়। এ ঘটনায় অভিযুক্তের কঠোর বিচার দাবি করেছেন নেটিজেনরা।

আবুল হাসনাত মো. রাফি/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।