ফরিদপুরের কানাইপুরে বিনামূল্যে কৃষকের জন্য বরাদ্দ সরকারি সার বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। স্থানীয়রা বিষয়টি ধরে ফেললে চেয়াম্যানের এক সহযোগী ও ভ্যানচালক সার ফেলে পালিয়ে যান। খবর পেয়ে থানা পুলিশ ও কৃষি কর্মকর্তারা এসে ঘটনাস্থল থেকে ৩ বস্তা ইউরিয়া সার ও ৩ বস্তা ডিএপি সার জব্দ করেন।
সোমবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কানাইপুর বাজারে এ ঘটনা ঘটে। এখানে এক দোকানে সার বিক্রির চেষ্টা করা হয়েছিল।
পাট অধিদপ্তর সূত্র জানায়, সম্প্রতি জেলা পাট অধিদপ্তর কর্তৃক প্রতিটি ইউনিয়নে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে কানাইপুর ইউনিয়নে ২৪০ জন কৃষকের মধ্যে বিতরণের তালিকা করা হয়। সে অনুযায়ী বরাদ্দ সার ইউনিয়ন পরিষদে পাঠানো হয়। তবে এসব সার বিতরণ করা হয়েছে কি না সে বিষয়ে কিছুই জানেন না সংশ্লিষ্ট ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা লতিফা আক্তার।
স্থানীয় বাসিন্দা বাবু সরদার বলেন, দুপুরের দিকে ইউনুস নামে এক ব্যক্তি একটি ভ্যানে করে সার নিয়ে আসেন এবং বিক্রির চেষ্টা করেন। এসব সার সরকারি। পরে অবস্থা বেগতিক দেখে ইউনুস দৌড়ে পালিয়ে যান। ইউনুস চেয়ারম্যানের বিশ্বস্ত লোক হিসেবে সবার কাছে পরিচিত।
এ বিষয়ে জেলা পাট অধিদপ্তরের উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম দাবি করেন, গত ৬ এপ্রিল কানাইপুর ইউনিয়ন পরিষদ থেকে ২৪০ জনের মধ্যে ২০০ জনের মধ্যে সার বিতরণ করা হয়েছে। বাকি ৪০ জন কৃষক না আসায় সার পরিষদে রাখা হয়। পরবর্তী সময়ে সঠিক তথ্যের ভিত্তিতে কৃষকদের মধ্যে সেগুলো বিতরণের কথা রয়েছে। তবে এই সার বিক্রির বিষয়টি জানা নেই তার।
কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. আলতাভ হুসাইন বলেন, আমার পরিষদের সার কি না বলতে পারবো না। কারণ, আজ অফিস বন্ধ। চাবি রয়েছে সচিবের কাছে। পরিষদ খোলার পর গোডাউন দেখে বলা যাবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান বলেন, খবর পেয়ে কৃষি কর্মকর্তা ও প্রশাসনকে পাঠানো হয়। সার জব্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে দেখা হবে এবং পরবর্তীতে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এন কে বি নয়ন/কেএসআর